আলী আহসান রবি : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বুধবার (০১ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। হীরা (১৯) ২। রফিক (২১) ৩। আব্দুর রহমান (৩৯) ৪। নাবিদ হাসান চয়ন (২৬) ৫। খোকন (৩১) ৬। মনসুর (৩৫) ৭। জুয়েল (৩২) ৮। সানজু (২২) ৯। মিলন (৪২) ১০। শাওন (৩৬) ১১। নোয়াজ শরীফ (২৮) ১২। সেলিম (৩৪) ১৩। আসাদুজ্জামান ইমন (২৩) ১৪। আনোয়ার (৩৬) ১৫। সজল (৩০) ১৬। বরকত গাজী (২৮) ১৭। জুয়েল (৩৮) ১৮। আরমান (৩০) ১৯। বাদল (৩৮) ২০। কোরবান (২৮) ২১। নয়ন (২৭) ২২। মাসরুফ (২৩) ২৩। আল আমিন (২৭) ২৪। রাকিব (১৮) ২৫। মিলন (২৫) ২৬। ওয়াজিদ (৩৬) ২৭। এরশাদ (২৫) ২৮।ছালাম ওরফে সামাদ (৩৭) ও ২৯। দিলসার (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৩টি লোহার তৈরি ছুরি, ২টি ধারালো চাকু, ২ টি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin