
ডেস্ক নিউজ : ময়মনসিংহ শহরে মাদক বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।
পুলিশ কর্মকর্তা বলেন, এই অভিযান নগরীর নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin