মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী): বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়ন মোজাহিদ কমিটির সভাপতি হাবিব হাওলাদারকে (৮০) কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। ভাংচুর করা হয়েছে তার বসত ঘর। বাবুল হাওলাদার, রমিজ মৃধা, লুৎফর মোল্লার নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহত হাবিব হাওলাদারকে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে বাউফল স্বাস্থ’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইসলামী আন্দোলন বাউফল উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৩১ আগস্ট) বেলা ১১ টার দিকে পৌর শহরের হাপাতাল রোডস্থ চরমোনাই পীরের কার্যালয়ের সামনে থেকে কয়েকশ’ কর্মী সমর্থক বিক্ষোভ মিছিল বেড় করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, ইসলামী আন্দোলনের বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারী মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলার সাবেক সভাপতি মোঃ ইমাম হোসেন প্রমূখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin