মো: খলিলুর রহমান বাউফল (পটুয়াখালী ) : পটুয়াখালীর বাউফলে আব্দুর রাজ্জাক খলিফা (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকা আলকি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুর রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের খলিফা বাড়ির তোজম্বর খলিফার ছেলে। আব্দুর রাজ্জাক খলিফার ছেলে মো. জাহাঙ্গীর খলিফা জানান, তার বাবা মানসিক রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার তিনি নিখোঁজ হন। শনিবার সকালে স্থানীয়দের কাছে জানতে পারেন কালাইয়া নৌ ফাঁড়ির পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। এরপর ফাঁড়িতে গিয়ে তার বাবার লাশ সনাক্ত করেন। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ লুৎফর রহমান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin