
ডেস্ক নিউজ : জাতীয় শিশু কিশোর সংগঠন কচি-কঁচার মেলা ৭০ বছরে পদার্পণ উপলক্ষে কেন্দ্রীয় মেলায় আনন্দঘন প্রতিষ্ঠা বার্ষিকী ও সংগীত-নৃত্য প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় সাতক্ষীরার নলতা মিতালী কচি-কাঁচার মেলার সদস্য ফেরদৌসী লিন্দা রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও সাধারণ নৃত্যে খ বিভাগে অংশগ্রহণ করে সেরা ১০-এর কৃতিত্ব অর্জন করেন এবং মেলার গৌরব বয়ে আনেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন দেশের খ্যাতনামা নৃত্য ও অভিনয়শিল্পী মডেল সাদিয়া ইসলাম মৌ। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মেলার সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান, বিভিন্ন শাখা মেলার প্রতিনিধি, মেলার প্রবীণ, তরুণ, শিশু সদস্য, অভিভাবক এবং শিশু দর্শকরা।
অনুষ্ঠানের সূচনায় শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেলার ছোট্ট বোন আনাবিয়া সারেয়াত ফারওয়া, এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মেলার শিশু সদস্য জায়ন অ্যাডাম চৌধুরী।
আলোচনা পর্ব শেষে ১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংগীত ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া মেলার শিল্পবিতান থেকে নির্বাচিত সেরা আঁকিদেরও পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী পরবর্তী সময়ে কেন্দ্রীয় মেলার সুরবিতান, নৃত্যবিতান এবং শাখা মেলার বিজয়ীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শিশু-কিশোরদের হাসি, গান ও আনন্দে মেলা ভবন ভরে তোলে।
শেষে সকল অতিথি, প্রতিযোগী ও অংশগ্রহণকারীদের আপ্যায়নের মাধ্যমে কচি-কাঁচার মেলার ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল অনুষ্ঠান সমাপ্তি পায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin