
মোতালেব বিশ্বাস লিখন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার খুনিদের গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড বাতিল করার দাবিতে শনিবার দুপুরে শাখা ছাত্রদল একটি অবস্থান কর্মসূচি পালন করেছে। কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—
"ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, সাজিদ হত্যার ফাঁসি চাই; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস; আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না"।
শাখা ছাত্রদলের উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—
আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, রোকন উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল হোসেন রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সহ-সমন্বয়ক আব্দুল্লাহ আল নেমানসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী।
অবস্থান কর্মসূচিতে বক্তারা দাবী জানান—
সাজিদ হত্যার খুনিদের দ্রুত গ্রেপ্তার
বিশ্ববিদ্যালয় নিয়োগ বাণিজ্য বন্ধ
আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন বন্ধ
ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, “সম্প্রতি প্রমোশন বোর্ডে সমস্ত আওয়ামী লীগকে প্রমোশন দিয়ে পুনর্বাসন করা হয়েছে। তাহলে উপাচার্যের কাজ কি শুধুই আওয়ামী পুনর্বাসন করা? সাজিদ হত্যার খুনিরা যেকোন দলের বা মতের হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”
আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন নেতানিয়াহু’র মতো আচরণ করছে। তার চারপাশে শক্তিশালী বাহিনী থাকায় স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে ব্যাঘাত ঘটছে। তাই নিয়োগ বোর্ড বাতিল করা জরুরি।”
ছাত্রদল প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin