প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১০:১১ এ.এম
কেন্দুয়ায় ভেটেরিনারি ফার্মেসি ও পশুখাদ্য প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান

স্টাফ রিপোর্টার : নেত্রকোণার কেন্দুয়ায় ভেটেরিনারি ফার্মেসি, মৎস্য ও পশুখাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী ।
রবিবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া মোড় ও উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন এ অভিযান পরিচালনা করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ।
জানা গেছে, কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া মোড়ের
এস এম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারীকে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত ফিড লাইসেন্স না থাকায় মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুসারে আইনের ৪ধারা লঙ্ঘনে ২০ধারায় ৫০০টাকা সতর্কতামূলক দণ্ড প্রদান করা হয়েছে । এবং সকল প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণের নির্দেশনা ও ফিড দোকানসমূহের সভাপতিকে অবগত করা হয়েছে ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোয়াটসঅ্যাপে জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত ফিড লাইসেন্স না থাকায় মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুসারে একটি প্রতিষ্ঠানকে আইনের ৪ধারা লঙ্ঘনে ২০ধারায় ৫০০টাকা সতর্কতামূলক দণ্ড প্রদান করা হয়েছে এবং সকল প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণের নির্দেশনাসহ ফিড দোকানসমূহের সভাপতিকে অবগত করা হয়েছে ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin