
মো: শামীম আহমদ : নেত্রকোনার মোহনগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব টিপু সুলতান ও তাঁর পরিবারের সদস্যরা আহত হয়েছেন। দুর্ঘটনায় টিপু সুলতানের স্ত্রী নার্গিস আক্তার নিহত হয়েছেন। আহতদের মধ্যে টিপু সুলতান এবং তাঁর মা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুরে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ ফেরার পথে একটি এলাকায় টিপু সুলতানের প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নার্গিস আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের মধ্যে বিশেষ করে টিপু সুলতানের মায়ের অবস্থা আশঙ্কাজনক।
মোহনগঞ্জ উপজেলা বিএনপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হাসপাতালে গিয়ে পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। উপজেলা বিএনপির এক নেতা বলেন, “টিপু সুলতান ভাই দীর্ঘদিন সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। পরিবারের এই দুর্ঘটনা আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। নার্গিস আক্তারের মৃত্যুতে নেত্রকোনার বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin