প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৫:৩৫ পি.এম
তাহিরপুরে নদী থেকে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট অভিযান

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর লাউড়ের গড় এলাকায় আজ ১৩ অক্টোবর ২০২৫ (সোমবার) ভোর হতে সকাল পর্যন্ত জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান হৃদয়, এবং সার্বিক সহায়তা প্রদান করেন বাদাঘাট পুলিশ ফাড়ির পুলিশ সদস্যবৃন্দ।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারায় চারটি মামলা দায়ের করা হয় এবং চারজন অপরাধীকে প্রতিজন দুই মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি বালুভর্তি স্টিলবডি বাল্কহেড (আম্বর আলী নৌ পরিবহন) জব্দ করে তাহিরপুর থানার জিম্মায় রাখা হয়।
স্থানীয় জনসাধারণকে নদীর পাড়ের মাটি রক্ষার জন্য সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান মানিক।
জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, তাহিরপুরের নেতৃত্বে নদীর পাড় সুরক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য আরও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin