
আলী আহসান রবি : সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন,
“ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সরকারি সিদ্ধান্ত নেই। কেউ যদি ইচ্ছেমতো দাম বাড়ানোর চেষ্টা করে, সেটি আইনত দণ্ডনীয় অপরাধ।”
তিনি আরও জানান, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশন নিয়মিত পর্যবেক্ষণ করছে, এবং প্রয়োজন হলে মূল্য নিয়ন্ত্রণে অভিযানে নামবে।
নিজস্ব সংবাদ : 





















