
কুমিল্লায় মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
ওসি বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে এই অপরাধ সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত আমরা থামব না।”
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin