
রাজবাড়ীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার গভীর রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে।
রাজবাড়ী জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানের সময় কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin