
মাজহারুল ইসলাম সাব্বির : সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: দেলোয়ার হোসেন সুমন কর্তৃক দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের অভিযোগে উপজেলাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় বিশ্বনাথ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
উপজেলাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আনিসুজ্জামান খাঁন, তিনি বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই এলাকার মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশা। কিন্তু ডা: সুমনের দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের স্বাস্থ্য সেবা একেবারে ভেঙ্গে পড়েছে। জরুরি বিভাগে ডাক্তার পাওয়া যায় না, ঔষধ নেই, এবং প্রতিদিন রোগীদের ভোগান্তি বাড়ছে। এই অনিয়ম দ্রুত প্রতিকার না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, মহিলাদের জরায়ু-মুখের ক্যান্সার পরীক্ষা কর্মসূচিতে ভুয়া তথ্য দেখিয়ে আর্থিকভাবে সুবিধা নেওয়া হয়েছে এবং নথি ও এনআইডি কার্ডের মাধ্যমে বিভিন্ন কায়দায় স্বার্থ হাসিল করা হয়েছে। হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ অফিস সহকারী আলী আহমদও অবৈধ অর্থ সংগ্রহে সহযোগিতা করেন। বেতন থেকে পার্সেন্টেজ, নিয়োগ বাণিজ্য, ঘুষ, ঔষধ ক্রয় ও মালামাল বিক্রি সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে এই দুই কর্মকর্তার কোটি কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠক বশির আহমদ, ব্যবসায়ী আব্দুস শহিদ, মনির আহমদ, রজু মিয়া, চমক আলী, রাজন খাঁন প্রমুখ।
উল্লেখ্য, ১ অক্টোবর স্থানীয়রা ডা: সুমনের অপসারণ চেয়ে প্রতিবাদ সভা করে, এবং ৬ অক্টোবর মানববন্ধনের মাধ্যমে আবারও তাদের দাবি জানানো হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin