সেলিম মাহবুব : সিলেটের গোয়াইনঘাট সীমান্তে চোরাচালান পুনরায় বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে ভারতীয় পণ্য, গরু-মহিষ, চিনি, শাড়ি, কসমেটিকস, মাদক ও অস্ত্র নিয়মিতভাবে সীমান্তে প্রবেশ করছে। বালু-পাথর উত্তোলনের সুযোগ বন্ধ হলে চোরাচালান আবার শুরু হচ্ছে।
স্থানীয় শ্রমজীবী মানুষদের আয়ের প্রলোভন দেখিয়ে কিছু মাফিয়া এ কর্মকাণ্ড পরিচালনা করছে। জাফলং সীমান্তে চোরাকারবারিরা বিজিবি, থানা পুলিশ ও জেলা ডিবিকে নিয়ন্ত্রণ করে ভারতীয় পণ্য ঢুকিয়ে দিচ্ছে। দিনভর মালামাল গুদামে মজুদ করে, রাতের অন্ধকারে ডিআই ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যানে দেশের বিভিন্ন জেলা শহরে পাঠানো হচ্ছে।
স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, কিছু ওসি ও থানার কর্মকর্তারা টাকার ভাগ নিয়ে চোরাচালান বন্ধে কার্যকর ভূমিকা নিচ্ছেন না। তবে সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম খান জানিয়েছেন, চোরাচালান প্রতিরোধ পুলিশের রুটিন কার্যক্রম এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin