
মাসুম বিল্লাহ : বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি বেল্লাল শেখ ও তার অনুসারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলা কলেজ ক্যাম্পাসের পুকুরপাড় এলাকায় সংঘটিত হয়।
বেল্লাল শেখ কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদ নবগঠিত কমিটি অনুমোদন করে। বেল্লাল শেখকে সভাপতি এবং রেদওয়ান কাদেরকে সাধারণ সম্পাদক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, নবগঠিত কমিটি কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষ গ্রুপ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে বেল্লাল শেখ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আয়শা আক্তারসহ অন্তত ৩ জন আহত হন।
বেল্লাল শেখ জানান, তারা শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে হঠাৎ হামলা করা হয়, তবে হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য স্পষ্টভাবে জানাতে পারেননি। তিনি উল্লেখ করেন, হামলাকারীদের মধ্যে কয়েকজন কমিটির সদস্যও আছেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান বলেন, বিষয়টি শুনেছেন না, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল বলেন, চার-পাঁচ বছর পর কলেজ কমিটি গঠিত হয়েছে। যদি হামলাকারীরা দলীয় সদস্য হয় তবে সাংগঠনিক ব্যবস্থা এবং বাইরের কেউ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin