এল, এস লুকাস মিয়া : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ০২ নং মদাতী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে, ভোটমারী থেকে চামটাহাট আসার পথে ঈদগাহ মাঠের উত্তর দিকে একটি ফাঁকা বাড়িতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
যুবকের নাম সাইফুল ইসলাম (৩০)। স্থানীয়রা জানান, সকালে তারা লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় লাশটির পা মাটিতে শুয়ে ছিল, আশেপাশে কোনো চেয়ার বা সহায়ক উপকরণ ছিল না। এই বিষয়টি স্থানীয়দের মধ্যে প্রশ্ন উত্থাপন করেছে—এটি কি সত্যিই আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা?
স্থানীয়রা আরও জানান, মৃত যুবক প্রায়ই পরিবারের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িত ছিলেন, কিন্তু ঘটনার প্রকৃত কারণ জানতে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে, ঘটনাস্থলের পরিস্থিতি এবং প্রমাণমুক্ত পরিবেশে যথাযথ তদন্ত ছাড়া কেউই নিশ্চিত হতে পারছে না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin