নিজস্ব প্রতিনিধি : দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক (Food Inspector) পদের লিখিত পরীক্ষার সময় এক পরীক্ষার্থী নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসসহ আটক হয়েছে। পুলিশ ও জেলা প্রশাসনের অভিযান স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তারিখ ও সময়: ২৫ অক্টোবর ২০২৫, সকাল,পরীক্ষা কেন্দ্র: কেরি মেমোরিয়াল হাই স্কুল, দিনাজপুর
পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন একজন পরীক্ষার্থী সন্দেহজনকভাবে আচরণ করায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা তার দিকে নজর দেন। পরে তল্লাশিতে তার কানের ভিতরে এবং পোশাকের ভেতরে লুকানো একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
আটক পরীক্ষার্থীর নাম কৃষ্ণকান্ত রায় (২৫)। তার কাছ থেকে মোট ৬টি ডিভাইস, কয়েকটি মোবাইল সিম, ব্যাংক কার্ড, এবং জালিয়াতির কাজে ব্যবহৃত স্ট্যাম্পের কপি জব্দ করা হয়েছে। পুলিশি অভিযান ও প্রাথমিক তদন্ত জেলা প্রশাসন ও পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন, এই ঘটনা বৃহৎ জালিয়াতি চক্রের অংশ হতে পারে।
অভিযান চলাকালীন আরও দুই জনকে আটক করা হয়েছে, যাদের পরীক্ষার সাথে সরাসরি বা পরোক্ষভাবে সম্পর্ক থাকতে পারে।
জব্দকৃত ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাতে তারা কীভাবে পরীক্ষা প্রভাবিত করত তা নির্ধারণ করা যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বলেছেন, “পরীক্ষার স্বচ্ছতা রক্ষা করা আমাদের অগ্রাধিকার। আমরা নিশ্চিত করব, এই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin