
নিজস্ব প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনগণের ৩১ দফা রূপরেখা প্রচারের লক্ষ্যে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, মধ্যনগর, তাহিরপুর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন, লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাচনা বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতার ঢল নামে। পুরো সাচনা বাজার জনসমুদ্রে পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাছুম আহমদ তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হক, জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, এবং ধর্মপাশা উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর প্রমুখ।
বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন,
“আমি নেতা হতে আসিনি, আমার নেতা সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণ। এই সাচনা বাজার এলাকায় একটি সেতুর অভাবে লাখো মানুষ দুর্ভোগে রয়েছেন। স্বাধীনতার পর বিএনপির সাবেক এমপি নজির হোসেনের সময়েই এই অঞ্চলে শুল্ক স্টেশন ও সড়ক উন্নয়ন হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতারা জনগণের উন্নয়ন না করে নিজেদের সম্পদ বৃদ্ধি করেছেন।”
তিনি আরও বলেন,
“আমি ও আমার সহযোদ্ধারা রাজপথে আন্দোলন-সংগ্রামে থেকেছি, জেল-জুলুম-নির্যাতন সহ্য করেছি। এই আসনে যাকেই ধানের শীষের প্রার্থী করা হোক, আমরা জিয়ার সৈনিক হিসেবে তার সঙ্গেই কাজ করব।”
জনসভা শেষে কামরুজ্জামান কামরুল জনগণের হাতে বিএনপির ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin