
আলী আহসান রবি : রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নগদ টাকা ও ছুরিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম-নুর মোহাম্মদ খান লিটু (৩০)।গ্রেফতারকালে তার হেফাজত থেকে ছিনতাইকৃত নগদ ২২ হাজার টাকা এবং একটি ছুরি উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৬:৩৫ ঘটিকার সময় কল্যাণপুর বাসস্ট্যান্ডে ভিকটিম মো. জামিরুল ইসলাম এর চিৎকার শুনে মিরপুর থানা পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী নুর মোহাম্মদ খান লিটুকে আটক করে। এসময় তার অপর সহযোগী শান্ত দশ হাজার টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায়।
মিরপুর মডেল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত নুর মোহাম্মদ খান লিটুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, দ্রুত বিচার এবং ডাকাতির প্রস্তুতির আটটি মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।
নিজস্ব সংবাদ : 




















