প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৭:০১ এ.এম
পোরশায় উপজেলা প্রশাসনের তৎপরতায় মুক্তি পেলো ৬ টি অতিথি পাখি

মোঃ আরাফাত আলী : নওগাঁর পোরশায় অতিথি বা পরিযায়ী পাখি বিক্রির উদ্দেশ্যে আনা হলে উপজেলা প্রশাসনের তৎপর অভিযানে ছয়টি পাখি উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পুনর্ভবা নদীর পাড়ে জনসম্মুখে অবমুক্ত করা হয়।
বুধবার (৫ নভেম্বর) সকাল আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। সেখানে বিক্রয়ের উদ্দেশ্যে অতিথি পাখির দরদাম চলছিল বলে জানা যায়। ঘটনাস্থল থেকে ছয়টি পাখি উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন,বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী পরিযায়ী পাখি ধরা, হত্যা, শিকার বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, অভিযানের পর ফেরার পথে পুনর্ভবা নদীর পাড়ে পর্যটকদের জন্য নির্মাণাধীন বেঞ্চ স্থাপনের কাজ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় পরিবেশপ্রেমীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অতিথি পাখি সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin