নিজস্ব প্রতিনিধি : ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার কর্তৃক আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল 'বাংলাদেশ বুলেটিনের সাংবাদিক আসলাম হাওলাদার শাকিব ও সাংবাদিক সফি সুমন এর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা চুরির মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি।
বুধবার (৫ই নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সকল সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভূমি সংক্রান্ত জালিয়াতির বিষয়ে তথ্য চাওয়ায় প্রতিহিংসাপরায়ণ হয়ে আওয়ামী লীগ নেত্রী নাছরীন আক্তার সাংবাদিকদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চুরির মামলা দায়ের করেছেন। তারা আরও অভিযোগ করেন, কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই আশুলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান দ্রুততার সাথে মামলাটি নথিভুক্ত করেছেন, যা দায়িত্বশীল সাংবাদিকতাকে চ্যালেঞ্জ করার সামিল।
বক্তব্যে আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরি বলেন, "সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য চুরির মতো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আমরা শুধু জনস্বার্থে তথ্য জানতে চাই। ব্যক্তিগত সুবিধা নিতে যাই না। তার ফলস্বরূপ আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এই মামলা আমাদের কাজ থেকে বিরত রাখতে পারবে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক বক্তারা সকলে একযোগে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এবং নেত্রী নাছরীন আক্তারের বিরুদ্ধে ভূমি জালিয়াতির অভিযোগগুলো তদন্তের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, যুগান্তর প্রতিনিধি মেহেদী হাসান মিঠু, আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি ইউসুফ আলী, নাগরিক টিভির মাহিদুল ইসলাম মাহি, ৭১ টিভির জাহিদুল ইসলাম অনিক, সাংবাদিক ফাহিম, শাহাদাত হোসেন,সহ আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার, আশুলিয়া, ধামরাইয় ও কাশিমপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকগণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin