প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ১২:২৯ পি.এম
মধ্যনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধী সমাবেশ

মোঃ কাইয়ুম বাদশাহ : সুনামগঞ্জের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও আন্তরিকতার ওপর। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়ের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠে মনোযোগ, শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ শিক্ষার মানোন্নয়নের মূল ভিত্তি। বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির জন্য সকলের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে মত দেন তারা।
এছাড়া বক্তারা উল্লেখ করেন, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের গৌরবময় ঐতিহ্য রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে সমন্বয় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা বিকাশ, চরিত্র গঠন ও নৈতিক উন্নয়নই হওয়া উচিত সবার অভিন্ন লক্ষ্য।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস ও রমা বিজয় চক্রবর্তী, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশিদ আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, সদস্য মো. কামাল হোসেনসহ অভিভাবক, সুধীজন, গণমাধ্যমকর্মী ও শিক্ষকবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin