খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া বাসস্ট্যান্ট এলাকায় তারা সড়ক অবরোধ করেন। কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা এ সড়ক অবরোধ করে বলে জানা গেছে।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের দাবি যৌক্তিক হলে মেনে নেয়ার আশ্বাস দেন।
এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, আন্দোলনে নেতৃত্বদানকারী দুই শিক্ষার্থীদের সাথে আমার কার্যালয়ে বসে আলাপ আলোচনা হয়েছে। বিষয়টি আমি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। তিনি এডিসি শিক্ষা, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন। খুব শিঘ্রই তারা তদন্ত শুরু করবেন। আমি সোমবার পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার জন্য অনুরোধ জানিয়েছি।
আন্দোলনে নেতৃত্বদানকারী দশম শ্রেনির শিক্ষার্থী তানভির বলেন, ইউএনও এবং সেনাবাহিনীর সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাদেরকে আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছি। আমাদের দাবি মানা না হলে মঙ্গলবার থেকে আবার লাগাতার কর্মসূচি পালন করা হবে। গত শনিবার থেকে ওই বিদ্যালয়ের সহস্্রাধিক শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin