মো: হামিম রানা, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের কচোল এলাকায় সোনার পুতুল দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ চার লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয়েছে এক প্রতারক চক্র।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ নভেম্বর আনুমানিক দুপুর ১ টার সময় ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
প্রতারক চক্রটির সদস্যরা হলেন— শহিদুল (পিতা: জমির উদ্দিন), শুকুরি (স্বামী: জমির উদ্দিন), সিমা (স্বামী: সালাম) ও আমেনা।
ভুক্তভোগীর পরিবার জানায়, সম্প্রতি শহিদুল নামে এক ব্যক্তি সোনার পুতুল কম দামে দেওয়ার কথা বলে প্রথমে তাদের বিশ্বাস অর্জন করে। পরে সুযোগ বুঝে নগদ চার লক্ষ টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী বলেন,
শহিদুল ও শুকুরি কিছুদিন আগে হঠাৎ আমার পার্বতীপুরের বাড়িতে আসে এবং আমাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। কিছুদিন পর তারা আমাকে কচোল এলাকায় তাদের বাড়িতে নিয়ে যায় এবং জানায় খুব সস্তায় সোনার পুতুল দিতে পারবে। তাদের কথায় বিশ্বাস করে আমি তিন ছেলেকে নিয়ে টাকা ও গয়না দিই। এরপর থেকে তারা উধাও।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয়দের সহযোগিতায় প্রতারকদের খুঁজে বের করার চেষ্টা করছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin