
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট)-এ ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো উন্নত ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল জ্যামার, মুখমণ্ডল শনাক্তকরণ সফটওয়্যারসহ বিভিন্ন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
পরীক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, নতুন ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং প্রশ্নফাঁস ঠেকাতে কার্যকর। বুয়েট কর্তৃপক্ষ আশা করছে, এই পদক্ষেপ পরীক্ষার স্বচ্ছতা এবং গুণগত মান নিশ্চিত করতে সহায়তা করবে।
নিজস্ব সংবাদ : 






















