আলী আহসান রবি : খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মিলন ত্রিপুরা (৩০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- মূল) এর এক সশস্ত্র টোল কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী।
অভিযানের সময় তার কাছ থেকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৫ রাউন্ড গুলি (অ্যামুনিশন) এবং চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন।
সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মরাটিলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র সদস্যদের একটি গোপন আস্তানা ঘেরাও করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সশস্ত্র টোল কালেক্টর মিলন ত্রিপুরাকে অস্ত্র ও চাঁদা আদায়ের রশিদসহ আটক করা হয়।
ওসি আরও জানান, গতরাত আনুমানিক ১২টার দিকে সেনাবাহিনী আটককৃত মিলন ত্রিপুরাকে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin