প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১:২৪ পি.এম
অপরিচিত ফোনে কণ্ঠ রেকর্ডের আশঙ্কা, ফেসবুকে সতর্কবার্তা নওগাঁর সাংবাদিক রাশেদের

মোঃ আরাফাত আলী : বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন পেয়ে কণ্ঠ রেকর্ডের মাধ্যমে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন নওগাঁর সাংবাদিক মো. রাশেদুজ্জামান রাশেদ। বিষয়টি নিয়ে তিনি নিজের ফেসবুক আইডি থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
রাশেদ তার পোস্টে লিখেছেন,
কখনো ডাক্তারের সহকারী, কখনো কুরিয়ার সার্ভিস, আবার কখনো রং নাম্বারের অজুহাতে আমাকে এই ০১৭৯৮৪৫৪১৯০ নম্বরে কল করা হচ্ছে। আমার কণ্ঠ সংগ্রহের চেষ্টা চলছে বলে মনে হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করছি। যদি কেউ আমার কণ্ঠ কৌশলে ব্যবহার করে কোনো বেআইনি কাজ করে, তার দায় আমি নেব না।
তিনি আরও জানান, উপরে দেওয়া গ্রামীণফোন নম্বরটি ছাড়া আমার আর কোনো সিম নেই।
রাশেদুজ্জামান রাশেদ এশিয়ান টেলিভিশন, দৈনিক বাংলাদেশ কণ্ঠ, দৈনিক রাজশাহী ও দৈনিক দেশতথ্য পত্রিকার নওগাঁ প্রতিনিধি। পাশাপাশি তিনি নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক।
তিনি বলেন, কয়েক দিন ধরে অপরিচিত নম্বর থেকে কল আসছে—কেউ বলে ভুল করে কল গেছে, কেউ অজুহাত খুঁজে কথা বলার চেষ্টা করছে। বর্তমান সময়ে সবাইকে সচেতন থাকা জরুরি।
তিনি নওগাঁ সদরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রামাণিকের ছোট পুত্র রাশেদুজ্জামান রাশেদ নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ লাটাপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক জীবনে তিনি এক স্ত্রী এবং দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ের জনক।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin