
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচি প্রচারে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক , সৎ নির্ভীক, পটুয়াখালী -২ বাউফল আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, কৃষিবিদ এ.কে.এম. মিজানুর রহমান লিটু। মঙ্গলবার (১১ নভেম্বর)দিন ব্যাপী কনকদিয়া ইউনিয়ন ও সূর্যমনি ইউনিয়নের সাধারণ মানুষ ওব্যবসায়ীদের কাছে তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এছাড়া বিকেল পাঁচটায় উপজেলার নুরাইনপুর বন্দরে সবজি বাজারে ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন।
এ সময় নুরাইনপুর বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেন বাউফল উপজেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট জাহাঙ্গীর হোসেন তারা, সদস্য সচিব মো. সোহেল আকন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মিজানুর রহমান লিটু বলেন, “বাংলাদেশে এখনো কিছু অশুভ শক্তি গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। বিএনপি সব সময় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে কাজ করে যাচ্ছে।”তিনি আরও বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছি। দেশের কৃষি, শিক্ষা, প্রশাসন ও অর্থনৈতিক খাতে কাঠামোগত সংস্কার এনে একটি টেকসই উন্নয়নমুখী রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”নির্বাচন সামনে রেখে ঐক্যের বার্তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লিটু বলেন, “বাউফল আসনে আমি মনোনয়ন প্রত্যাশী। তবে প্রার্থী যেই হোন না কেন, আমাদের লক্ষ্য একটাই—দলের বিজয় নিশ্চিত করা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”৩১ দফায় উন্নয়নের অঙ্গীকার
বিএনপির ঘোষিত ৩১ দফায় দুর্নীতি ও বৈষম্য রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, মাদক নির্মূল, নদীভাঙন প্রতিরোধ এবং স্থানীয় উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
নিজস্ব সংবাদ : 




















