প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ১:৫৫ পি.এম
কেন্দুয়ায় তারুণ্যের উৎসবে কিরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত।

শাকিব আহমেদ, কেন্দুয়া নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে ইসলামী সংস্কৃতির বিকাশে কিরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক খাইরুল কবির নিয়োগী, উপজেলা জামায়াতের আমির সাদেকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত জালাল মঞ্চে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি জাতির নৈতিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin