প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ২:৪৩ পি.এম
তাহিরপুরে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক, উপস্থিত বিএনপি প্রার্থী আনিসুল হক

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী আনিসুল হককে বিজয়ী করার লক্ষ্যে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বাগলী বাজারে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে ভোটারদের উৎসাহিত করা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আজকের এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী আনিসুল হক, সহ-সাধারণ সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় সংসদ; সদস্য, আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি; ও সাবেক চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা পরিষদ।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব ফারুক মিয়া এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক মেম্বার।
বক্তারা বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা এখন সময়ের দাবি। উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin