প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:২১ এ.এম
একটি মানুষের গল্প—যেখানে নেই স্বজন, নেই আশ্রয়, শুধু বেঁচে থাকার যন্ত্রণা

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের উত্তর লেংগুড়া গ্রামের ৭৭ বছর বয়সী বিমলা হাজং আজ নিঃসঙ্গ জীবনের করুণ প্রতিচ্ছবি। জীবনের শেষ প্রান্তে এসে তিনি একা—স্বামী মারা গেছেন বহু বছর আগে, সন্তানও নেই। আপনজন বলতে কেউ নেই তার পাশে।
কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তার জীবন নেমে এসেছে গভীর দুঃসহ সংগ্রামে। প্রতিদিন কখনো একবেলা, কখনো না খেয়ে দিন পার করেন এই বৃদ্ধা। ভাঙা ঘরের ভেতর একাকী পড়ে থাকেন; স্থানীয় কিছু মানুষ দয়া করে খাবার দিলে তবেই কেটে যায় তার দিন।
অসহায় বিমলা হাজং-এর চাওয়া খুব সামান্য—একটু সহানুভূতি, একটু সাহায্যের হাত। মানবতার জয়গানে হয়তো তারও স্থান হতে পারে, যদি সমাজের কেউ এগিয়ে আসে।
সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি অনুরোধ—বিমলা হাজং-এর পাশে দাঁড়ানোই হতে পারে এক সত্যিকারের মানবিকতার প্রকাশ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin