
স্টাফ রিপোর্টার : ১২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে মাননীয় রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয় দিনাজপুর পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপারের কার্যালয়ে আগমনের সময় দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে ডিআইজি মহোদয়কে সম্মান জানায়।
পরিদর্শনের সময় ডিআইজি মহোদয় পুলিশ অফিসের নথিপত্র পর্যালোচনা করেন, দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অফিসে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দিনাজপুর জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin