
স্টাফ রিপোর্টার, নাটোর : নাটোর জেলায় যোগদানের পর থেকে জেলা পুলিশ সুপারের নির্দেশে মানুষের হারানো মোবাইল উদ্ধার করতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছিল। গত দুই মাসের অভিযানকালে দেশের বিভিন্ন স্থান থেকে ৩১টি হারানো মোবাইল উদ্ধার করা হয়েছে।
আজ সেই আনন্দের দিন ছিল, যখন সকালবেলায় ৩১ জন মোবাইল মালিক জেলা পুলিশের কার্যালয়ে এসে তাদের হারানো মোবাইল হাতে পেলেন। সব বয়সি নারী, বৃদ্ধ, যুবক ও ছাত্ররা পুলিশি তৎপরতায় মোবাইল ফিরে পেয়ে অত্যন্ত খুশি।
তবে পুলিশ জানিয়েছে, সব হারানো মোবাইল উদ্ধার সম্ভব হয় না। যেসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি, তাদের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। জেলা পুলিশ আশ্বাস দিয়েছে যে, ভবিষ্যতে হারানো মোবাইল উদ্ধারে তাদের অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin