আলী আহসান রবি : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। সোহাগ (১৯) ২। নাঈম (২১) ৩। নাসের আহমেদ সুমন (৪৮) ৪। মোবারক (২১) ৫। শাহরিয়ার আলম নাফিস (১৮) ৬। সোহাগ হাওয়ালদার (৩৪) ৭। কোরবান (৩০) ৮। আকাশ (১৯) ৯। শেফালী (৪০) ১০। মরিয়ম (২১) ১১। নয়ন (২৪) ১২। ইমন কানা ইমন (২০) ১৩। বিনি ইয়ামিন পিয়াস (২৬) ১৪। শামীম (৩০) ১৫। আব্দুর রাজ্জাক (৩০) ১৬। আব্দুল হামিদ (৬০) ও ১৭। আব্দুর রহমান (৪৫) গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৫০ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ২ টি ককটেল এবং মানব পাচার আইনে একজন শিশু ভিকটিম উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৭ জন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin