
দিনাজপুর প্রতিনিধি : ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দিনাজপুর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। যে কোনো নাশকতা প্রতিরোধে জেলা পুলিশ তৎপর থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করেছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশের মহড়া প্রদর্শনের নেতৃত্ব দিয়েছেন পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন, যিনি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহে পুলিশ সদস্যদের মহড়া পরিচালনা করেন। এর মাধ্যমে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশ তাদের কঠোর অবস্থান ও শক্ত বার্তা পৌঁছে দিয়েছে।
জেলা পুলিশের এই তৎপরতা জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি লকডাউন কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়েই পরিচালিত হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin