
স্টাফ রিপোর্টার, নাটোর : নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, চাবির লক, বিভিন্ন লক খোলার চাবিসহ চুরি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সুপার নাটোরের সার্বিক নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম বৃহস্পতিবার রাত ১টার দিকে রাত্রীকালীন টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে। বড়াইগ্রাম থানার জোনাইল ইউনিয়নের জোনাইল বাজারস্থ ইসলামিয়া খাবার হোটেলের সামনে থেকে চারজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মো. আলামিন ফকির (৩১) — পিতা মৃত দুলাল ফকির, মাতা মোছাঃ তহুরা বেগম, সাং- ক্ষিদ্রবড়িয়া, থানা সিংড়া।
২। মো. সুজন আলী (২৫) — পিতা মৃত আবু বক্কর সিদ্দিক, সাং- বেড় গঙ্গারামপুর, থানা গুরুদাসপুর।
৩। মো. উজ্জল (৩৫) — পিতা মৃত আব্দুল জব্বার মোল্লা, সাং- বড় শাওইল (হাজীপুর), ইউপি হাতিয়ান্দহ, থানা সিংড়া।
৪। মো. মামুন আলী (৩০) — পিতা নূর মোহাম্মদ, সাং- বড় শাওইল (নতুনপাড়া), ইউপি হাতিয়ান্দহ, থানা সিংড়া।
অভিযানকালে আলামিন ফকিরের কাছ থেকে লাল-কালো রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল, মোটরসাইকেলের দুইটি চাবি, একটি চাবি লক, দুইটি লক খোলার চাবি উদ্ধার করা হয়।
সুজন আলীর কাছ থেকে একটি চাবি, উজ্জলের কাছ থেকে একটি চাবি এবং মামুন আলীর হেফাজত থেকে একটি চাবি লক ও দুইটি চাবি জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও লক ভাঙার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin