প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ১১:৩৫ এ.এম
নরসিংদী জেলা পুলিশ কর্তৃক ডাকাতি মামলায় লুন্ঠিত ১৪৮ বস্তা জিরা উদ্ধারসহ গ্রেফতার ০২ জন

নিজস্ব প্রতিবেদক: ১০ নভেম্বর ২০২৫ সোমবার নরসিংদী মডেল থানাধীন বাসাইল সাকিনস্থ পৌর শিশু পার্ক এলাকা হতে অজ্ঞাতনামা একটি প্রাইভেটকার ও ০২টি মোটর সাইকেলযোগে অজ্ঞাতনামা ডাকাতদল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিরার বস্তা ভর্তি ট্রাক লুন্ঠন করে নিয়ে যায়। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানার মামলা নং:২৭, তারিখ: ১২/১১/২০২৫ খ্রি. রুজু করা হয়।
লুন্ঠিত মালামাল উদ্ধার এবং অজ্ঞাতনামা ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার, নরসিংদী জনাব মো: মেনহাজুল আলম পিপিএম এর কঠোর নির্দেশনা ও সার্বিক তদারকিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর এসআই/মোবারক হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম নিরলস পরিশ্রম করে ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার অনুমান ২১:৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন দগরিয়া এলাকা হতে ০২ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক অদ্য ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার ০০:৪৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রুপসী চরপাড়া সাকিনস্থ তারাবো পৌরসভার ৪নং ওয়ার্ড এলাকা হতে ডাকাতি মামলার লুন্ঠিত মালামাল ১৪৮ বস্তা জিরা উদ্ধার করে। তন্মধ্যে গ্রেফতারকৃত আমিনুল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
০১। মোঃ আলমগীর মিয়া (৪০), পিতা- মৃত আজিজ মিয়া, সাং- রুপসী চরপাড়া, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ
০২। শাওন চৌধুরী (৩৫) পিতা এনামুল হক চোধুরী সাং দগরিয়া থানা ও জেলা নরসিংদী।
উদ্ধারকৃত মালামাল:
ক। ডাকাতির মামলায় লুন্ঠিত ১৪৮ বস্তা জিরা।
খ। ০১ টি ট্রাক।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin