প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৯:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ১১:৪২ এ.এম
নরসিংদী জেলা পুলিশের অভিযান চলমান: মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন ঘটনায় গ্রেফতার অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং নিয়মিত মামলা/পরোয়ানাভুক্ত আসামী, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে জেলার সকল থানা/ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানামূলে সর্বমোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ৫০ লিটার চোলাই মদ, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়া, নরসিংদী জেলার আইন-শৃঙ্খলার চলমান স্বাভাবিক অবস্থা রাখতে ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক চেকপোস্ট পরিচালনা এবং পুরো জেলায় টহল ও নজরদারী জোরদার করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাগণ সবাই মাঠে আছে।
অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
জেলা পুলিশের সেবা নিন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin