
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৯) এর ময়নাতদন্ত শেষ হয়েছে। ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান মো. কফিল উদ্দিন জানান, তাওসিফের মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে।
ময়নাতদন্তে দেখা গেছে, তাওসিফের দেহে ধারালো কিছু দিয়ে একাধিক আঘাত করা হয়েছে। এছাড়া তার গলায়, ডান পাশের উরু, এবং বাম পাশের পায়ে ডিপ ক্ষতের চিহ্ন রয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণই মৃত্যুর প্রধান কারণ।
বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান উপস্থিত থেকে ছেলে তাওসিফের মরদেহ গ্রহণ করেন। জামালপুরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় তাওসিফকে খুন করা হয়। হামলায় আহত হন লিমন মিয়া এবং তাওসিফের মা তাসমিন নাহার লুসী, যারা বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, তাওসিফকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় শ্বাসরোধের চিহ্ন এবং হাঁটুর নিচে পায়ের আঙুলে কাটা রয়েছে।
নিজস্ব সংবাদ : 



















