
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (কেএমপি) ১৩ নভেম্বর বিকালে খুলনা সদর থানাধীন ছোট মির্জাপুর রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শামীম হোসেন@আজাদ (৫২) কে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম হোসেনের ঠিকানা:
-
পিতা: মোঃ শাহাবুদ্দীন মন্টু
-
সাং-শৈলপুর জমাদ্দার বাড়ী, থানা রূপসা, জেলা খুলনা
-
এ/পি: সাং-ছোট মির্জাপুর সরদার, থানা খুলনা সদর, খুলনা
কেএমপি জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযানের সময় তিনি মাদক ব্যবসায় জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন।
নিজস্ব সংবাদ : 



















