স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র পক্ষ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। সম্ভাব্য প্রার্থী ও দলের নেতাকর্মীদের অংশগ্রহণে মনোনয়ন ফর্ম নেওয়া থেকে শুরু করে জমা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপই ছিল উৎসবমুখর ও উৎসাহব্যঞ্জক।
দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ফরম সংগ্রহ, যাচাই-বাছাই, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া—সবকিছুই সম্পন্ন হয় নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করা হলো, যা দলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এনসিপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বলেন, চট্টগ্রাম-২ আসনটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। জনগণের আস্থা ও সমর্থন অর্জনের লক্ষ্যে দলীয় প্রার্থী ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি আরও সুসংগঠিত হলো বলে মন্তব্য করেন তাঁরা।
এসময় উপস্থিত নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং জনগণের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
মনোনয়ন জমা দেওয়ার এই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে ফটিকছড়িতে নির্বাচনী আমেজ ও রাজনৈতিক তৎপরতা আরও বেড়ে গেছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin