প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১:১১ পি.এম
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ১৫ নভেম্বর সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ জেলা পরিষদের পুরাতন ডাকবাংলো চত্বরে শ্রদ্ধা ও গভীর আবেগের সঙ্গে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন করেন জনাব মোস্তাক আহমেদ (যুগ্ম সচিব), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা মহোদয় এবং জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, গণআন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin