প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১:৩৮ পি.এম
পিরোজপুর পুলিশ লাইন্সে “তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার বেলা ১০:০০ ঘটিকায় পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ পিরোজপুর কর্তৃক আয়োজিত আলফা দল বনাম পুনাক দলের তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সভানেত্রী জনাব সুবর্না আক্তার সম্পা ।
এসময় পুলিশ সুপার বলেন, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অংশগ্রহনকারী ক্রীড়া প্রতিযোগীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সরকারি ডিউটি পালনের পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন। ক্রীয়া প্রতিযোগীতা শেষে বিজয়ী দল ও রানার-আপ দলের খোলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আবদুল আউয়াল পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জনাব মোঃ জিয়াউর রহমান, সহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার সদস্যগন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin