প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ১২:০৩ পি.এম
সিংড়া থানা পরিদর্শনে পুলিশ সুপার নাটোর

নিজস্ব প্রতিবেদকঃ নাটোর জেলার এই প্রাচীন একটি জনপদের নাম সিংড়া যা ১৮৬৯ সালে একটি থানা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে, ১৯৮৩ সালে এটিকে একটি উপজেলায় উন্নীত করা হয়। সিংড়া একসময় চলনবিল অধ্যুষিত একটি বিশাল জলমগ্ন এলাকা ছিল। অনেক গবেষক মনে করেন বিশেষ করে প্রফেসর হামিদ তার চলন বিলের ইতিহাস গ্রন্থে এই অঞ্চলে জলদস্যুদের আস্তানা ছিল বলে উল্লেখ করেন।
প্রচলিত লোককথা অনুযায়ী, মোঘল আমলে এখানকার একটি বিশেষ উদ্ভিদের ফল দেখতে সিঙ্গারার মতো ছিল।
এই ফলের নামানুসারে বিলটির নাম হয় "সিঙ্গার চলনবিল"। কালের বিবর্তনে এটি "সিংড়া" নামে পরিচিতি লাভ করে। ৫৩১ বর্গ কিলোমিটারের সমন্বয়ে একটি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন নিয়ে সিংড়া উপজেলা গঠিত যেখানে আনুমানিক ৫ লাখ লোকের বসবাস।
১৮৬৯ সালে গঠিত সিংড়া থানাটির বেশ কিছু বিল্ডিং এখনো বিদ্যমান রয়েছে। থানা প্রতিষ্ঠার ইতিহাস পর্যালোচনা করলেই বুঝা যায় সিংড়া জনপদ কত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন। আমরা এখানে যে ছবিটির সামনে দাঁড়িয়ে আছি এটিই হচ্ছে থানা ভবন, একসময় এই বিল্ডিংটি ছিল অফিসার ইনচার্জ এর অফিস। খুব শিগগির এই পুরাতন জরাজীর্ণ লাল দালান গুলি ভবন ভেঙে নতুন আঙ্গিকে আধুনিক সিংড়া থানার নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। আজকে বিকেলে মহাসড়কে আমার নেতৃত্বে পেট্রোল শেষে সিংড়া থানায় আসলাম, পুরাতন লাল বিল্ডিং এর সামনে ছবি তুললাম। আমাদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করলেন। উপজেলা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা সহ এবং সকল কর্মকাণ্ডে সিংড়া থানা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin