প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ১২:২৭ পি.এম
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়া কর্তৃক স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়ার কর্তৃক পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫ এর আয়োজন করা হয়।
জনাব আফরোজা হেলেন, সম্মানিত সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রমনা, ঢাকা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জনাব ফারিহা বিনতে হক, সভানেত্রী, পুনাক, বগুড়া উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপী এই “স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প” এ উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রার্থীদের স্বাস্থ্য সচেতনামূলক পরামর্শ প্রদান করেন এবং ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় পুলিশ হাসপাতাল কর্তৃক ফ্রি ওষুধ সরাবরাহ করা হয়।
সম্মানিত পুনাক সভানেত্রী মহোদয় বলেন, পুনাক নিজস্ব কার্যক্রমের বাইরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এ ধরনের আরও কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বগুড়া পুনাকের এই আয়োজনের ভূয়সী প্রসংসা করেন এবং সফলতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদিকা কেন্দ্রীয় (পুনাক), রমনা, ঢাকাসহ কেন্দ্রীয় পুনাকের নেতৃবৃন্দ ও জেলা পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ |
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin