আলী আহসান রবি : ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের বিভিন্ন টিম রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার করেছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল, ওয়ারী ও লালবাগ বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো-১। ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম মোস্তফা (৫৬) ২। মিরপুর থানাধীন ৭নং ওয়ার্ডস্থ এ ব্লক ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম লিটন (৫৫) ৩। ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ মাহাবুল আকন্দ (২০) ৪। নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহাব উদ্দীন (৬০) ও ৫। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মীর হোসেন মিঠু (৪৩) ।
ডিবি সূত্রে জানা যায় সোমবার (১৭ নভেম্বর) ওয়ারী থানাধীন মীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম।
অপরদিকে সোমবার (১৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মাহাবুল আকন্দকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম । সেইসাথে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম কর্তৃক মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম লিটনকে গ্রেফতার করে।
এছাড়া সোমবার (১৭ নভেম্বর) বিকাল আনুমানিক ০৩.৫০ ঘটিকায় সিদ্ধেশ্বরী এলাকা থেকে মোঃ শাহাব উদ্দীনকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগ । একই তারিখ রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম কর্তৃক খিলগাঁও এলাকা থেকে মীর হোসেন মিঠুকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, রাজধানীতে নাশকতা, ঝটিকা মিছিল সংগঠন, অবৈধ রাজনৈতিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা অবনতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin