আলী আহসান রবি : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মেহেদী (২১) ২। ফামি (১৮) ৩। আরিফ (২৫) ৪। সুমন মোল্লা (২৫) ৫। ফজলু (৩৮) ৬। ইসমাইল হোসেন রাজু (২৮) ৭। মনির হোসেন (৩৮) ৮। মোঃ রানা (২৪) ৯। হারুনুর রশিদ (৩০) ১০। ইসমাইল হোসেন জুবায়ের আগুন (৩৩) ১১। তরিকুল ইসলাম রাজু (৩৩) ১২।রাসেল মিয়া (২৩) ১৩। হায়দার ইমাম রাব্বি (২৫) ১৪। ইমন হাসান (২৯) ১৫। নূর হোসেন মিলন (২৫) ১৬। ইয়াসিন হাসান সেন্টু (২৭) ১৭। বিকি (২৪) ১৮। ইউসুফ (৪২) ১৯। জনি (২৫) ও ২০। হাসান (২৪)।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin