আলী আহসান রবি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে।
এ উপলক্ষ্যে
আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) উইন্ডি ট্যারেস, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ( ২৫ নভেম্বর-১০ডিসেম্বর ) এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মমতাজ আহমেদ এনডিসি।
এবারের প্রতিপাদ্য :
' নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ' UNiTe to End Digital Violence Against All Women and Girls.
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ সম্মেলন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর /সংস্থা কর্তৃক মাঠ পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক প্রচার-প্রচারণা, র্যালি, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে টোলফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯, কুইক রেসপন্স টিম (০১৭১৩৬৫৯৫৭৩ ও ০১৭১৩৬৫৯৫৭৪) সম্পর্কিত প্রচার-প্রচারণা, বাস্তবায়নাধীন প্রকল্প কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে বিদ্যমান সেবা কার্যক্রম শক্তিশালীকরণ ও সম্প্রসারণের নিমিত্ত প্রয়োজনীয় ক্ষেত্র ও সূচক নির্ধারণসহ তথ্য-উপাত্ত চিহ্নিতকরণ/সংগ্রহের লক্ষ্যে গোলটেবিল বৈঠক/কর্মশালার আয়োজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে । গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সংক্রান্ত সচেতনামূলক প্রচার-প্রচারণা, র্যালি, উঠান বৈঠক, ডকুমেন্টারি/টিভিসি প্রদর্শন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে মানসিকতা পরিবর্তন, সাইবার সহিংসতা প্রতিরোধ, মনোসামাজিক কাউন্সেলিং, আইনি সহায়তা, শীর্ষক সভা/ সেমিনার/ ওয়ার্কশের আয়োজনে স্ব স্ব মন্ত্রণালয়/ বিভাগ কর্তৃক তাদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী কার্যক্রম গ্রহণে ব্যবস্থা নেওয়া হয়েছে । এছাড়াও ১৬ দিনব্যাপী এই সমৃদ্ধ কর্মসূচি অন্যান্য মন্ত্রণালয় ও তাদের আওতাধীন বিভাগ ও দপ্তরসংস্থা/অধিদপ্তর /পরিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক স্ব স্ব কর্মসূচী প্রনয়ণপূর্বক পালন করবে। একইসাথে এ'মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান,সুধিসমাজ,জিও ও এনজিও স্ব স্ব উদ্যোগে ১৬ দিনব্যাপী
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ একাধিক কর্মসূচি পালন করবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin