প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৪:৩৯ পি.এম
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নাটোরের অভিযানে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: পুলিশ সুপার নাটোরের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অদ্য ২১/১১/২০২৫ তারিখ ১৬.৫০ ঘটিকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে নাটোর জেলার নাটোর থানাধীন দিঘাপতিয়া Y (ওয়াই) মোড়স্থ উত্তরা ফিলিং স্টেশন সামনে হতে ধৃত আসামী ১। মোঃ বেলাল হোসেন(২৫), পিতা-মোঃ আব্দুল হাকিম, মাতা-মোছাঃ বিলকিস বেগম, সাং-সরিষাবাদ, ইউনিয়ন-০১নং বুড়ইল, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াকে আটক করা হয় এবং পলাতক আসামী ২। মোঃ রনি আহম্মেদ@ রনি(৩৬), পিতা-মোঃ আফজাল হোসেন, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-কানাইখালি (সিটি টাওয়ারের পার্শ্বে), থানা-নাটোর সদর, জেলা-নাটোর কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী মোঃ বেলাল হোসেন(২৫) এর হেফাজত হতে ৭০০ (সাতশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও একটি PROTON ECO বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin