হাফিজুর রহমান শিমুল: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তারালি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, মথুরেষপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চাম্পাফুল চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি মোজাম্মেল হক গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যান ও আ'লীগের নেতা আলিম আল রাজী টোকন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, হাজী তফিলউদ্দিন মহিলা মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খায়রুল আলম, উকসা বিওপি কোম্পানি কমেন্ডর নায়েক সুবেদার মোহাম্মদ আজিজুল ইসলাম, খরমি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জুলমাত আলী, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রমূখ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক উন্নতি ধারাবাহিকতা বজায় রাখা সহ মাদকদ্রব্য নির্মূলে এবং চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন একটি গোষ্ঠী বা চক্র ফেসবুকের মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর করেন। কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ম্যানেজার খাইরুল আলম জানান আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক অগ্নি দুর্ঘটনা আপতকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সর্বদা প্রস্তুত থাকবে। যেকোনো পরিস্থিতিতে কালিগঞ্জ ফায়ার স্টেশনের মোবাইল নম্বরে ০১৯০১০২২৮০০ ফায়ার সার্ভিসকে সংবাদ দিন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘদিন পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত হন। এছাড়া, সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, মোবাইল : ০১৬৪৩৫৬৫০৮৭, ০১৭১১৪৪৭৫২২, অফিস : ৪/এ, প্রধান সড়ক, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, ইমেইল : somoyerbuletin@gmail.com
© All rights reserved © SomoyerBulletin